অর্থবছরের প্রথম ৫ মাসেই রাজস্ব আয়ে ঘাটতি সাড়ে ২৭ হাজার কোটি টাকা !

291
অর্থবছরের প্রথম ৫ মাসেই রাজস্ব আয়ে ঘাটতি সাড়ে ২৭ হাজার কোটি টাকা !

সুপ্রভাত বগুড়া (অর্থ ও বাণিজ্য): অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আয়ে ঘাটতি সাড়ে ২৭ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, করোনার কারণে আদায় কম। বৃহস্পতিবার দুপুরে রাজস্ব ভবনে ভ্যাট দিবসের আলোচনায় তিনি বলেন, আয় বাড়াতে অটোমেশনে জোর দেয়া হচ্ছে।
এসময় ভ্যাটসহ অন্যান্য করের হার কমিয়ে আনার প্রস্তাব দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

জুলাই থেকে নভেম্বর ৫ মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল এক লাখ তের হাজার কোটি টাকা। এনবিআরের সাময়িক হিসাবে এ সময় আদায় হয়েছে ৮৫ হাজার চারশ কোটি। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় সোয়া ভাগ বেশি। আমদানি শুল্ক ও আয়কর আদায়ে প্রবৃদ্ধি ইতিবাচক হলেও ভ্যাটে নেতিবাচক। ৫ মাসে ভ্যাট আদায় কমেছে গত বছরের তুলনায় সোয়া পাঁচ ভাগ।

ভ্যাট দিবসের আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থনীতির অনেক খাত এখনো করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তারপরও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি আছে। এসময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠানকেই নিবন্ধনের আওতায় আনা যায়নি। আলোচনায় ভ্যাটের হার ১৫ শতাংশের পরিবর্তে ৭ করার প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি।

করপোরেট কর কমিয়ে আনার পাশাপাশি আমদানিতে অগ্রিম করও কমানোর প্রস্তাব দেন তিনি। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, করের আওতা বাড়াতে পারলে হার কমিয়ে আনা হবে। অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট দেয়া জাতীয় পর্যায়ের ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় এনবিআর।