আজ থেকে চালু হয়েছে গণপরিবহন, তবে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের মাঝে অসন্তোষ !

284
আজ থেকে চালু হয়েছে গণপরিবহন, তবে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের মাঝে অসন্তোষ !

সুপ্রভাত বগুড়া (জীবন-জীবীকা): দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে গণপরিবহন। ফলে গত দুই মাসের বেশি সময় ধরে থাকা রাজধানীর রাস্তার চিত্র পাল্টে গেছে আজ।

অনেক জায়গায় যানজট তৈরি হয়েছে। তবে অধিকাংশ গাড়ী চলছে সরকারের নির্দেশনা মেনেই। স্বাস্থ্যবিধি মেনে অল্প যাত্রী নিয়ে চলছে বেশিরভাগ গণপরিবহন ।

তবে বাড়তি ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে যাত্রীদের মাঝে । যেসব গাড়ী স্বাস্থ্যবিধি মানছে না সেগুলোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছে বিআরটিএ।

স্যানিটাইজার না থাকা ও অনিয়মের অভিযোগে জরিমানাও করা হয়েছে কিছু গাড়ীকে । তবে অনেক স্টাফ বাসকে অতিরিক্ত যাত্রী নিয়ে রাস্তায় চলতে দেখা গেছে।

বিআরটিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে স্টাফ বাসগুলোকেও অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে। না চললে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে জানানো হয়।

এদিকে, দুরপাল্লার বাস চলাচল শুরু হলেও যাত্রী সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম ।