আজ বগুড়ায় ১দিনে সর্বোচ্চ ১৬১ জন করোনা শনাক্ত !

232
প্রতিকী ছবি-খাজা রতন

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): গত ২৪ ঘন্টায় বগুড়ায় নতুন করে ১৬১জন করোনায় শনাক্ত। এর মধ্যে ১০২জনের উপজেলাভিত্তিক তথ্য পাওয়া যায়নি । তবে বাকি ৫৯জনের মধ্যে পুরুষ- ৪২, জন,মহিলা-১২ জন ও শিশু- ৫জন।

করোনা পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার রবিবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ৫৯জনের মধ্যে সদরের ৪৩জন, শাজাহানপুরের ৫জন, গাবতলীর-৫জন, শিবগঞ্জের ৪জন এবং নন্দীগ্রামের ২জন। বাকি ১০২জনের উপজেলাভিত্তিক তথ্য আমরা পেলে পরবর্তিতে জানানো যাবে।

বগুড়া সদরের যারা আক্রান্ত হয়েছেন তারা চেলোপাড়া, জলেশ্বরীতলা, নাটাইপাড়া, কাটনারপাড়া, ঠনঠনিয়া, এবং সেউজগাড়ী এলাকার বাসিন্দা।

এদিকে ঢাকায় পাঠানো নমুনার ৫৫০ ফলাফলে(১০২জন পজিটিভ), শজিমেকের ১৮৮ ফলাফলে বগুড়ার (৪১ জন পজিটিভ) ও টিএমএসএস এর ৩৫ ফলাফলে বগুড়ায় ( ১৮জন পজিটিভ) এসেছে।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৭৯০, সুস্থ-৫৩, মৃত্যু-০৭, এখন আছে- ৭৩০।