আজ বগুড়া-১ এবং যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

208
আজ বগুড়া-১ এবং যশোর-৬ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার : করোনা মহামারির মধ্যেও দুটি উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে আজ মঙ্গলবার। আসন দুটি হলো, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) ও যশোর-৬ (কেশবপুর)। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব মো. আলমগীর বলেছেন, মাস্ক না পরা থাকলে কাউকে ভোট দিতে দেওয়া হবে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে এই আশঙ্কায় নির্বাচন স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিল বিএনপি। কিন্তু নির্বাচন কমিশন তাদের অনুরোধে সাড়া না দেওয়ায় তারা নির্বাচন বর্জন করেছে।

নির্বাচন উপলক্ষে নির্দিষ্ট ওই দুই সংসদীয় এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। তবে এত আয়োজনের পরও ভোটার প্রায় নেই বললেই চলে।