সুপ্রভাত বগুড়া (শিক্ষা-সাহিত্য): বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মদিন আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তাঁর জন্ম হয়।
রবীন্দ্রনাথ ছিলেন অগ্রণী বাঙালি কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সংগীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক, চিত্রশিল্পী, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজভাবনা সমানভাবেই চালিয়ে গেছেন।
বিশ্বভারতী তার বিপুল কর্মকান্ডের একটি প্রধান কীর্তি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান।
কিন্তু বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কবির জন্মদিন জাতীয়ভাবে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।
তবে, সরকারি-বেসরকারি বেতার-টেলিভিশনে কবির স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।