আটোয়ারীতে হতদরিদ্রদের মাঝে সততা সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

304

সুপ্রভাত বগুড়া (আকাশ ইসলাম,আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি): পঞ্চগড়ের আটোয়ারীতে  সততা শান্তি সংঘের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ।

একটি সামাজিক সংগঠন উপজেলার সুখের পুল মার্কেট এলাকায় (২০ মে) বুধবার সকালে সততা শান্তি সংঘ নামের প্রতিষ্ঠানটি এই আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  ৪নং রাধানগর ইউ পি চেয়াম্যান জনার মো.আবু জাহেদ উপস্থিত থেকে বিতরণ করেন।

প্রতি প্যাকেটে সামাই চিনি দুধ মসলা মুড়ি সহ ১২০ টি পরিবারের মাঝে  খাদ্য বিতরণ করেন।বিশেষ অতিথি ছিলেন জনাব মো.মকবুল হোসেন কোষাধ্যক্ষ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আটোয়ারীজনাব নারায়ণ চন্দ্র বর্মন (প্রবাল) প্রভাষক,

আটোয়ারী আদর্শ মহিলা কলেজ এবং জনাব মো.নজরুল ইসলাম গ্রমীণ ব্যাংক রাধানগর শাখা আটোয়ারী আরও উপস্থিত ছিলেন সততা ক্লাবটির সভাপতি মো.জাহিদ ক্লাবের সাধারন সম্পাদক মো.রুবেল ইসলাম (রিফাত) ,

সাংবাদিক মোঃ জাকির  হোসেন,আব্দুল বাতেন,সুজন,মামুন, জিয়াউর রহমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।