আত্রাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার !

219
আত্রাইয়ে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ! ছবি-আবুহেনা

আবুহেনা আত্রাই, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত আনুমানিক ২০ বছর বয়সের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বুধবার বিকালে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আত্রাই হইতে দাড়িয়াগাঁথি যাবার রাস্তার পাশ থেকে নারীর লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিকালে এলাকার লোকজন নারীর লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে,পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।