আত্রাইয়ে প্রথম করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন

197
আত্রাইয়ে প্রথম করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন। ছবি-আবু হেনা

সুপ্রভাত বগুড়া (আবুহেনা আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার দ্বীপচাঁদপুর গ্রামের পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তাঁর নিজ গ্রামে এই প্রথম করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিকে দাফন করা হলো।

এদিকে এ ঘটনায় ওই গ্রামে অনেকটা আতঙ্কও বিরাজ করছে। আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, উপজেলার দ্বীপচাঁদপুর গ্রামের পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল কুড়িগ্রাম পুলিশ লাইনে পুলিশের ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।

তিনি স¤প্রতি ছুটিতে বগুড়ায় তার বাসায় এলে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বেলা ৩ টার দিকে তিনি মারা যান।

পরে তার লাশ গ্রামের বাড়ি আত্রাইয়ে নিয়ে আসা হয়। সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে লাশকে গার্ড অব অনার প্রদর্শন করে স্বল্পসংখ্যক লোকের উপস্থিতিতে রাত সাড়ে ১০ টার দিকে জানাজার নামজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।