আত্রাই নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

242
আত্রাই নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। ছবি-আবুহেনা

সুপ্রভাত বগুড়া (আবুহেনা,আত্রাই,নওগাঁ): কয়েকদিন একটানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানির কারণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার আত্রাই ও মান্দ উপজেলার বেশ কিছু পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

যার কারণে তলিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন রাস্তা, গ্রাম, ঘরবাড়ি, পানিবন্দি হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। নদীর পানি বৃদ্ধির ফলে খাল বিলে থৈথৈ করছে পানি। পানির নিচে তলিয়ে যাচ্ছে আউশ ও আমন ধানের ক্ষেত ।

তলিয়ে যাচ্ছে পাট ক্ষেত। তলিয়ে যাবার ভয়ে কোন কোন কৃষক কাটছে অপুক্ত পাট। অব্যাহত পানি বৃদ্ধির ফলে সংকট দেখা দিয়েছে পশুখাদ্যে। যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে এরূপ বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যার সম্ভাবনা রয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুধাংশ কুমার সরকার বলেন,অতিবৃষ্টির ফলে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।