আদমদীঘিতে ইরি- বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

241

সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান, আদমদীঘি,বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে আসন্ন বোরো ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।

আজ সোমবার দুপুরে আদমদীঘি সদর এলএসডিতে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।


এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু,

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রমূখ।

উপজেলায় মোট তিনটি এলএসসি‘র খাদ্যগুদামে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৬৪৯ মেট্রিক টন চাল ও  ২৬ টাকা কেজি দরে ১ হাজার ৬২৫ মেট্রিক টন ধান কেনা হবে।

এ জন্য ২০৯ জন মিলারের নিকট চুক্তিবদ্ধ করেছেন খাদ্য বিভাগ। উদ্বোধনী দিনে ৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়।