সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান, আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘিতে গাঁজার গাছসহ শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি কে শনিবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের কায়েম উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম তার নিজ বাড়ীর ভিতরে অঙ্গিনার এক কোনে টিনের বেড়া দিয়ে গাঁজার গাছের চাষ করছিলো।
থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে শনিবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১টি বড় আকারের তাজা গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন গাঁজার গাছ উদ্ধাার সহ শহিদুল কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।