আদমদীঘিতে ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

238

 সুপ্রভাত বগুড়া (শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া): বগুড়ার আদমদিঘীতে গত ২০ মে বুধবার দিবাগত রাতভর ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে সৃষ্ট প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টির ফলে ক্ষেতের পাকা ধান,আম ও বিভিন্ন প্রকার সবজি বসত বাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রচন্ড দমকা হাওয়া ও বৃষ্টির ফলে আদমদিঘী উপজেলার নিচু অঞ্চলের উঠতি পাকা বোরো ধান নিচের দিকে লুটিয়ে পড়েছে। ফলে জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে প্রায় ডুবে যায়। এবং  পানিত সংস্পর্শে আশার ফলে বোরোধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন আমবাগানের গাছের কাঁচা আম গাছ থেকে ঝড়ে পড়েছে। আদমদিঘীতে বোরো ধান কয়েকদি আগে থেকে কাটা শুরু হলেও মাঠে এখনো পড়ে আছে বেশিরভাগ ধান। করোনা পরিস্থিতিতে শ্রমিকের কিছুটা সঙ্কট থাকায় এবং ঝরো বাতাস-এর ফলে সমস্ত ধান মাটিতে লুটিয়ে পড়ায় দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা।

এছাড়াও কলা বাগান, আম ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচন্ড দমকা হাওয়ার কারণে অনেক গাছের ডালপালা ভেঙ্গে পড়েছে  ।

ফসলের ক্ষতি হওয়ার ফলে কৃষকগণ চরম হতাশায় পড়েছে। তবে কি পরিমাণ ক্ষয়-ক্ষতির হয়েছে তার সঠিক তথ্য এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।