সুপ্রভাক বগুড়া (শিমুল হাসান, (আদমদীঘি,বগুড়া), প্রতিনিধি): পরবর্তি নির্দেশনা না পাওয়া পর্যন্ত বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে।
শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। এতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা করে পরবর্তী নির্দেশনা জানানো হবে।
এর আগে গত কাল শনিবার বিকেল ৫টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধক বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু আদমদীঘি উপজেলার নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটির সভাপতি হলেন সিরাজুল ইসলাম খান রাজু ও সাধারণ সম্পাদক আবু রেজা খান।