আমন চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন নন্দীগ্রামের কৃষকেরা

179
আমন চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন নন্দীগ্রামের কৃষকেরা

সুপ্রভাত বগুড়া (নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি): উত্তরাঞ্চলের শস্য ভান্ডার খ্যাত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় আমন চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষক। করোনাকালেও থেমে নেই নন্দীগ্রামের কৃষকরা।

ভালো ফলনের আশায় বুক বেঁধে নাওয়া খাওয়া বাদ রেখে জমি চাষাবাদে সারাদিন মাঠে কঠোর পরিশ্রমের মাধ্যমে জমি প্রস্তুত করে চলেছে তারা।

গত বোরো মৌসুমে বোরো চাষে ভালো ফলন পাওয়ায় এই উপজেলার কৃষকরা আরো ভালো উৎপাদনের চিন্তা মাথায় রেখে আমন চাষাবাদ শুরু করে দিয়েছে।

নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের কৃষক আব্দুল কাদের, আলহাজ্ব রুহুল আমিন, মঞ্জুরুল ইসলাম, মোশারফ হোসেনের সাথে কথা বললে তারা বলেন, আমন ধান  কাটার পরেই আলু চাষের জন্যই আগাম আমন চাষাবাদ পুরোদমে শুরু করেছি।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, এ বছর এই উপজেলায় আমন চাষের  লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১শত ১৮ হেক্টর জমি, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ৯ শত ৬২ মেট্রিক টন।

তিনি আরো বলেন, সারিবদ্ধ ভাবে ধান রোপনের জন্য কৃষকদের উৎসাহ প্রদানের নিমিত্তে বিভিন্ন স্থানে সভা, সেমিনার ও কৃষক সমাবেশ করা হচ্ছে।