আমরা জনগনের সেবক: ওসি হুমায়ূন

243
আমরা জনগনের সেবক: ওসি হুমায়ূন। ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): করোনা মহামারিতে বাংলাদেশ সহ গোটা বিশ্ব যখন কাহিল তখন এই দুর্যোগের সময় ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।

জনগণের পাশে তারা অসীম সাহস নিয়ে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে। যার কারণে বাংলাদেশ পুলিশ মানবিকতার শিখরে চলে গেছে।

এখন বাংলাদেশ পুলিশ শুধু একটি বাহিনী নয়, বাংলাদেশের তথা বিশ্ব দরবারে এক মানবিক সেবাই পুলিশের ধর্ম হিসেবে গোড়ে উঠেছে।

এমনি এক সময়ে এক মানবিক গুন সম্পন্ন ওসি হুমায়ুন কবির ইনর্চাজ হিসেবে বগুড়া সদর থানায় যোগদান করেন। তিনি যোগদান করেই দৃঢ়চিত্তে ঘোষণা করলেন সকল অফিসার ও ফোর্সদের সংগে নিয়ে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার ।

তিনি আরও বলেন, বিট পুলিশিং কমিউনিটং পুলিশের মাধ্যমে সদর থানাকে একটা মানবিক ও সেবাধর্ম প্রতিষ্ঠান হিসেবে গোড়ে তুলতে চান। তিন তার পুলিশ বাহিনীসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। ‘পুলিশ জনতা জনতাই পুলিশ’।