সুপ্রভাত বগুড়া ডেস্ক: বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন পেছাতে বিএনপির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপির লিখিত আবেদনের পর নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।
মঙ্গলবার সকালে নির্বাচন পেছানোর দাবিটি ইসি সচিবের কাছে লিখিতভাবে পেশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
করোনার এই সময়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে আবারও জানান তিনি। এরপর ইসি সচিব বলেন, এই সময়ের মধ্যে ভোট না করলে রাষ্ট্রের যেকোনো ব্যক্তি সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা করতে পারেন।