সুপ্রভাত বগুড়া (স্বাধীন মতামত): একজন গরিবের বন্ধু অসহায় মানুষের আস্থা জনাব ইউসুব আলী ভাই জিনি নিজের অর্থ দিয়ে পথও শিশু সহ নানান অসহায় মানুষের পাশে দাড়ান। জনাব ইউসুব ভাই
মাইটিভির নিউজ প্রেজেন্টার এবং জেটি বাংলার চেয়ারম্যান।
তিনি নিজের উপারজনের টাকা দিয়ে যতোটুকু পারে সমাজের অবহিলিত মানুষের পাশে দাড়ান এই
কাজে তিনি নিজের মনের সুখ খুঁজে পান। জনাব ইউসুব ভাই নিজেকে বিলিয়ে দেন সেই সব মানুষকে যাদের সমাজ গরিব অথবা টোকাই নানান চোঁখে দেখেন সেই সব মানুষের বন্ধু ইউসুব ভাই।
তিনি কাজের অবসর সময়ে মানুষের সেবায় চোলে যান কোন বিশ্রাম নেয়না তিনি। আর তার কথা লেখে শেষ করা যাবেনা তিনি বলেন মানুষ মানুষের জন্য আমরা সমাজে যারা বিত্তবান আছি যদি সকলে মিলে গরিবের পাশে দাড়ায় তাহলে সমাজটা বদলে যাবে শিক্ষার হারও বাড়বে।