আজ ২৮ সেপ্টেম্বর/২০২২ খ্রিঃ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) পরীক্ষার্থীদের প্যারেড় পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গ্রহণ করেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহঃঅধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল,
সহকারি পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা হারুন (৫ এপিবিএন, ঢাকা), ইন্সপেক্টর (সশস্ত্র) শ্রী মানিক কুমার
কর্মকার ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।