করোনাক্রান্তে নারুলী ফাঁড়ির কনষ্টেবলের মৃত্যু!

181
করোনাক্রান্তে নারুলী ফাঁড়ির কনষ্টেবল নিহত। ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়া নারুলি ফাঁড়ির কনষ্টেবল মোঃ ফয়সাল আলম (৩৮) গত বৃহস্পতিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে তাৎখনিক ভাবে তার সহর্কমীরা হাসপাতালে ভর্তি করে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি শিশু সন্তান রেখে যান। নিহত ফয়সাল পরিবারসহ নারুলি পুলিশ ফাঁড়ির পাশে ভাড়া থাকতেন।

তার নিজ গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। তার অকাল মৃত্যুতে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বগুড়া পুলিশ সুপার, সদর থানার ওসি,

নারুলী ফাঁড়ির ইনচার্জ সহ অনেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেছেন। তার মৃত্যুর পর করোনা নমুনা সংগ্রহ করার পরে রিপোট পজিটিভ আসে।