করোনার কারণে সাধারণ মানুষের জীবণে নেমে এসেছে হতাশার ছায়া

182
করোনার কারণে সাধারণ মানুষের জীবণে নেমে এসেছে হতাশার ছায়া। প্রতিকী ছবি-আকাশ

স্টাফ রিপোর্টার : করোনা মহামারিতে সাধারণ মানুষের জীবণ যাপনে ও কর্মস্থলে নেমে এসেছে হতাশার ছায়া। যতই দিন বাড়ছে ততই করোনার ভয়াবহ বাড়ছে আর দিশেহারা হয়ে পড়ছে নিম্ন আয়ের মানুষ।

অনেকের দাবি আমরা কোন মত এক বেলা খেয়ে বেঁচে আছি এভাবে যদি আর কিছু দিন চলে তাহলে করোনা নয় এমনিতেই আমরা পরিবার নিয়ে মরে যাবো। তাই আমরা সরকারের সু দৃষ্টি কামনা করছি আমাদের বাঁচান এমনি বলছিলো এক রিক্সা চালক আব্দুল আলী।

শুধু নিম্ম আয়ের মানুষ নয় মধ্যেবিত্ত পরিবারের একি অবস্থা তারা ফুতপাতে দোকান করতে পারছে না, নেই কোন কাষ্টমার তাদের এখন অন্ধকারের দিক জীবণ চলে যাচ্ছে।

এক ফল বিক্রেতা সুপ্রভাতকে জানান আমরা জীবন্ত লাশের মতো বেঁচে আছি আমরা করোনার চেয়েও কঠিন অবস্থায় আছি তাই সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের দিকে একটু সু দৃষ্টি দিন তা না হলে আমরা পরিবার নিয়ে না খেয়ে মরে যাবো।