করোনায় কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে হিলি স্থলবন্দরের হাজারো শ্রমিক

239

সুপ্রভাত বগুড়া ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে স্থলবন্দরগুলোর কার্যক্রম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে হাজারো শ্রমিক। প্রায় দুই মাস ধরে কাজ না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছে তারা। পাশাপাশি সরকার হারাচ্ছে বড় অংকের রাজস্ব।

হিলি বন্দরের রাজস্ব কর্মকর্তা জানান, সরকার এরই মধ্যে প্রায় অর্ধশত কোটি টাকার রাজস্ব হারিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে ভারতে লকডাউন ঘোষণার পর ১৫ মার্চ থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে ভাটা পড়ে।

আর দেশে লকডাউনের পর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় দুই মাস ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে হিলি স্থল বন্দরের হাজারো শ্রমিক। কাজ না থাকায় মানবেতর জীবন যাপন করছে তারা।

এ অবস্থা অব্যাহত থাকলে সামনে আরো দুর্দিনের মধ্যে পড়তে হবে বলে আশঙ্কা বন্দর সংশ্লিষ্টদের। হিলি স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জানালেন, কার্যক্রম বন্ধ থাকায় শ্রমিকরা যেমন কর্মহীন হয়ে পড়েছে তেমনি সরকার বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

শিগগিরি পরিস্থিতি স্বাভাবিক না হলে সরকার অর্থনৈতিকভাবে আরো বড় ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন তিনি।