করোনা চিকিৎসায় ১০০% কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার! রোগী সুস্থ্য হবে ৪ দিনেই !!

222

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক নিয়ে সুখবর দিয়েছে।

‘সোরেন্টো থেরাপিউটিকস’ নামের কোম্পানিটি দাবি করেছে, তারা করোনা প্রতিরোধী অ্যান্টিবডি বা প্রতিষেধক আবিষ্কার করেছে। এটা ‘শতভাগ কার্যকর’ এবং রোগীকে চারদিনেই করোনামুক্ত করবে।

ফক্সনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার (১৫ মে) সান দিয়োগোর কোম্পানি সোরেন্টো থেরাপিউটিকস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে।

তারা জানিয়েছে, করোনার টিকা বা ভ্যাকসিন বাজারে আসার আগেই এই অ্যান্টিবডির মাধ্যমে চিকিৎসা শুরু হয়ে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণজনিত রোগের চিকিৎসায় অ্যান্টিবডির ব্যবহার শতবছর ধরে চলে আসছে। যদিও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।

শঙ্কা-সন্দেহ সত্ত্বেও সোরেন্টো থেরোপিউটিকসের কর্মকর্তারা বিশ্বাস করেন, করোনার সফল চিকিৎসার চাবিকাঠি পেয়ে গেছেন তারা।