করোনা জয় করলেন শিবগঞ্জের বিউটি !

সুপ্রভাত বগুড়া (অভিজিৎ বাপ্পি, শিবগঞ্জ): প্রায় ১ মাস পর করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন  বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিউটি বেগম। শিবগঞ্জের প্রথম করোনা জয়ী হিসেবে শুক্রবার তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন।

সেই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের ফল-মূল ও ঈদ সামগ্রী তার হাতে তুলে দেওয়া হয়।

করোনা বিরুদ্ধে লড়াই করে জয়ী বিউটি বেগম জানান, ভয় না করে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা ভাইরাস জয় করা সম্ভব।

আবেগ জড়িত কন্ঠে তিনি বলেন, ‘এখন আমি আর সবার মতোই সুস্থ ব্যক্তিদের সাথে মিশতে পারবো এটা ভেবে অনেক শান্তি পাচ্ছি।’

তিনি আরো বলেন, এই কঠিন সময়ে শিবগঞ্জের ডাক্তার ও পৌর মেয়র মানিক সবসময় আমার খোঁজ রেখেছেন।

এছাড়াও  আর্থিকভাবেও আমাকে সহযোগিতা করা হয়েছে। তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করি আমি। তারা যেন এভাবেই মানবতার সেবা করে যেতে পারেন।’


শুক্রবার শিবগঞ্জের প্রথম করোনা জয়ী বিউটি বেগমের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা তারকনাথ কুন্ডু, শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সানোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here