করোনা পজিটিভ হলেও বাতিল হবে না ফর্মুলা ওয়ানের আর কোনো রেস

করোনা পজিটিভ হলেও বাতিল হবে না ফর্মুলা ওয়ানের আর কোনো রেস। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): কোনো ড্রাইভার করোনা পজিটিভ হলেও ফর্মুলা ওয়ানের আর কোনো রেস বাতিল হবে না। জানিয়েছেন এফ ওয়ান প্রধান নির্বাহী চেজ ক্যারি। তবে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কিছু নির্দেশনা থাকবে ড্রাইভারদের জন্য।

প্রধান নির্বাহী আরো জানান, শুরুর দিকে দর্শকবিহীন রেস আয়োজন করা হবে। তিনি জানান, আমরা এরইমধ্যে ৬টি দেশে ৮ রেসের সূচি ঘোষণা করেছি। ৬টা দেশের সরকারের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না।

আমরা মনে করি, অন্য দেশের কাছ থেকেও একইরকম সমর্থন পাবো। আশা করি, সবাই প্রতিযোগিতাকে সামনে নিয়ে যেতে আমাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে।

এফ ওয়ান প্রধান নির্বাহী চেজ ক্যারি জানান, কোনো একজন ড্রাইভার যদি আক্রান্ত হয় আমরা পুরো রেস বাতিল করবো না। আক্রান্তকে কোয়ারেন্টিনে পাঠানো হবে। তাকে সহযোগিতা করা হবে।

তবে তার জন্য থেমে থাকবে না রেস। এভাবেই এখন এগিয়ে নিতে হবে। তবে আমরা নির্দেশনা অনুসরণ করবো। ড্রাইভারদের করোনা টেস্ট করা হবে। কয়েকদিন পর পর সেটা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here