করোনা পরিস্থিতিতে দেশের ছয় জেলার ৩০৩ জন কয়েদিকে মুক্তি প্রদান

278

সুপ্রভাত বগুড়া (জাতীয়): করোনার সংক্রমণ এড়াতে ৬ জেলায় ৩০৩ জন কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার। বেশির ভাগ কারাগারে ধারণ ক্ষমতার বেশি কয়েদি থাকায় তাদের মুক্তি দেয়া হয়।

কিশোরগঞ্জের জেল সুপার বজলুর রশীদ জানিয়েছেন, ৩১৫ জন বন্দির তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। যাচাই-বাছাই শেষে স্বল্প মেয়াদে সাজা পাওয়া ২১৭ জনকে মুক্তি দেয়া হয়।

বাগেরহাট জেলা কারাগারে সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদি মুক্তি পাচ্ছে। শুক্রবার বিকেলে তাদের মধ্যে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে বাকিদের দু-একদিনের মধ্যে মুক্তি দেয়া হবে।

ঝালকাঠি কারাগার থেকে মুক্তি মিললো ৬ সাজাপ্রাপ্ত কয়েদির। শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক আদেশে তাদের মুক্তির সিদ্ধান্ত নেয় ঝালকাঠি কারা কর্তৃপক্ষ।

এছাড়া নাটোর জেলা কারাগার থেকে ১৭ জন, চাঁদপুর জেলা কারাগার থেকে ৩১ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১৩ কয়েদিকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সর্বোচ্চ এক বছর পর্যন্ত লঘুদণ্ডে দণ্ডিত সাজাভোগরত কয়েদিদের মুক্তি দেওয়া হচ্ছে।