করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ হয়েছে : মির্জা ফখরুলের অভিযোগ

233

সুপ্রভাত বগুড়া ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, করোনার বিরুদ্ধে কঠিন লড়াইয়ে সঠিক পথ দেখাতে পারেনি সরকার। সব রাজনৈতিক দল-মত ও বিশেষজ্ঞদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার কথার প্রস্তাব দিয়েছেন তিনি।

বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ হয়েছে। এখন সবাই মিলে এই পরিস্থিতি মোকাবেলার আহবান জানান বিএনপি মহাসচিব। মানবিক কল্যানে দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপির নেতা এস এম জাহাঙ্গীর হোসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতির জীবনে সবচেয়ে দুঃসময় চলছে। দীর্ঘদিন ধরে মানুষ কর্মহীন হয়ে ঘরে বসে থাকলেও, শুরুর দিকে সরকার বিষয়টির গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন ফখরুল।

বিএনপি মহাসচিবের অভিযোগ, ত্রান সঠিকভাবে দিতে পারছে না সরকার। প্রশাসনের সমন্বয়হীনতার কারণে কার্যকর কিছুই হচ্ছে না দরিদ্রদের জন্য। 

দেশের এই পরিস্থিতিতে অসহায় মানুষের কল্যানে বত্তশালীদের এগিয়ে আসার আহবানও জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিকান্দার রেমান বাংলাভিশন, ঢাকা।