করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুর শিবচর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়ান সেচ্ছাসেবী টিম কাজ করে যাচ্ছে

175
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুর শিবচর উপজেলা কাঁঠালবাড়ি ইউনিয়ান সেচ্ছাসেবী টিম কাজ করে যাচ্ছে। ছবি-শাহজালাল

সুপ্রভাত বগুড়া (গাজী শাহজালাল, মাদারিপুর): ২৩ জুন মজ্ঞলবার  শিবচর উপজেলা কাঠাল বাডী ইউনিয়ন মহামারি করোনা  ভাইরাস সংক্রমন ঠেকাতে রেড জোন ঘোষনা করা হয়েছে। মাননীয় চিফ হুইপ নূরে আলম চৌধুরী  এম পি মহদয় এর নির্দশনা মেনে চলার জন‍্য   রেড জোন লকডাইন,  কার্যক্রম অব্যহত আছে। সাধারন মানুষকে বুঝিয়ে জানিয়ে শুনিয়ে  বোঝানোর  জন‍্য ইউনিয়নে একটি  কমিটি গঠন করে দিয়েছেন যুবলীগ,  ছাএলীগ ও সেচ্ছা সেবক লীগ।  

বিকাল ৪ঘটিকার  পর কোন দোকাপাঠ  খোলা না  থাকার নির্শেদ, বিকাল ৪ টার পর হাট বাজার বসা যাবে না  এই কমিটির  নির্দেশ মোতাবেক মেনে চলতে হবে অন্যথায় প্রশাশনের আইনের আওয়াতায় নেয়া  হবে।

এসময় উপস্থিত ছিলেন, মোঃসালাউদ্দিন মোল্লা  যুবলীগ সভাপতি কাঠালবাডী ইউনিয়ন সেচ্ছা সেবক লীগ সভাপতি সজিব হাওলাদার লাভলু হাওলাদার ছাএ লীগ সভাপতি  আতিক ফকির সাধারন সম্পাদক যুবলীগ, মোস্তাক বেপারী সাধারন সম্পাদক,
সেচ্ছাসেবক লীগ জাকা রিয়া মোল্লা সাধারন সম্পাদক ছাএলীগ , ৫নং ওয়াড বাহাদুর হাওলাদার  সভাপতি যুবলীগ ,

সাবেক ছাএলীগ সভাপতি ইমরান হাওলাদার  ছাএলীগ সিহাব   মুন্সী যুবলীগ, জসিম ৬নং ওয়াড সাধারন সম্পাদক ইয়ামিন মাদব্বর। কোভিড- ১৯ মহামারী ভাইরাস সংক্রমণের  পরিস্থিতি এই কমিটি বিভিন্ন  ধরনে সাস্থ সচেতন মূলক কাজ করে যাচ্ছে। এবং  দারিদ্র্য খোদা মোচনের চেষ্টায় খেটে-খাওয়া সাধারন মানুষের এান সেবায়  প্রধান  করে যাচ্ছে। তাই  সাধারণ মানুষ এতে খুব আনন্দিত হয়েছেন এবং  সকলেই তাদের এই  দিক নিদর্শনাগুলো খুব কঠোর ভাবে মেনে চলছেন।।