করোনা ভাইরাস মোকাবেলায় বগুড়ায় লিফলেট বিতরণ

198
করোনা ভাইরাস মোকাবেলায় বগুড়ায় ‘অনুশীলন ৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর’ উদ্যোগে শুক্রবার বিকালে শহরের সাতমাথায় জনগনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ছবি-মামুন

সুপ্রভাত বগুড়া (মামুনুর রশিদ): মহামারী করোনা ভাইরাসে পুরো দেশ আতঙ্কিত। সারাদেশের মত বগুড়াতেও প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন নানা পেশাজীবীর মানুষ।

আক্রান্তরা ক্রান্তিকালের মধ্যে সময় পার করছেন।  বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলায় বগুড়ায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

‘অনুশীলন ৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর’ উদ্যোগে শুক্রবার বিকালে শহরের সাতমাথায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারুল ইসলাম এর নির্দেশনায় করোনা মোকাবেলায় ৭দিন ব্যাপি লিফলেট বিতরণের ১ম দিনের কর্মসূচি সংগঠনের সদস্যদের মাধ্যমে বিতরণ করা হয়।