কর্মহীন অসহায় পরিবারের মুখে হাসি ফোটালেন আওয়ামীলীগ নেতা মাহফুজুল ইসলাম রাজ

267

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): মোবাইল ফোনে কল পেয়ে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন সেই পরিবারে হাজির তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যে মঙ্গবার সকালে গোপনে সংবাদ পেয়ে শহরের চকমালগ্রাম ষ্টাফ কোয়াটার রোড নিম্নআয়ের মধ্যবিত্ত করোনা প্রভাবে কর্মহীন হয়ে পরা ৪ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বগুড়া চেম্বার এর সভাপতি মাসুদুর রহমান মিলনের নির্দেশনায় চেম্বারের সহ
সভাপতি মাফুজুল ইসলাম রাজ। নভেল করোনা ভাইরাসে কর্মহীন হওয়ায় নিরানন্দ মানুষের মাঝে একটু হাসি ফোটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

তিনি আরো বলন, করোনা ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত আমার এ সহযোগিতা
অব্যাহত থাকবে। বর্তমানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নভেল করোনা ভাইরাস মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি এ দেশের কর্মহীন প্রতিটি মানুষের ঘরে ঘরে খাবার,নগত অর্থ ও কার্ড বিতরণ করছেন। সরকারের পাশাপাশি আমাদের মত মানুষদেরও কর্মহীনদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করে।