কাদিসের মাঠে শুরুতে বেশ ছন্দহীন ছিল রিয়াল মাদ্রিদ

246
কাদিসের মাঠে শুরুতে বেশ ছন্দহীন ছিল রিয়াল মাদ্রিদ। ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): কাদিসের মাঠে বাংলাদেশ সময় রাাতে শুরুতে বেশ ছন্দহীন ছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্রুত সময়ের মধ্যে দলটি ফেরে স্বরূপে। সে ধারাবাহিকতা পরে পুরো ম্যাচ জুড়েই ধরে রাখে তারা। এক পর্যায়ে করিম বেনজেমার নৈপুণ্যে ১০ মিনিটের মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে দারুণ জয়ে টেবিলের শীর্ষে ফিরে জিনেদিন জিদানের দল।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রিয়াল। দলটির হয়ে জোড়া গোল করেন করিম বেনজেমা, একটি গোল করেন আলভারো ওদ্রিওসোলার। এর আগের দেখায় প্রতিপক্ষের কাছে নিজেদের মাঠে গড় অক্টোবরে হেরেছিল রিয়াল। প্রতিপক্ষের মাঠে বুধবার শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও ম্যাচে প্রথম উল্লেখযোগ্য সুযোগ তৈরি করে কাদিস।

দ্বাদশ মিনিটে মিডফিল্ডার হায়রো ইসকুয়ের্দোর শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এদিকে বলের নিয়ন্ত্রণ পেতে বেশ বেগ পেতে হচ্ছিলো রিয়ালের। শেষ পর্যন্ত প্রতিপক্ষের ভুলে ম্যাচের ৩০তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় দলটি। সে সুযোগে গোল করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউস জুনিয়র পেছন থেকে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

গোল করার পর রিয়াল নিজেদের চেনা ছন্দ যেন ফিরে পায়। আর তাই পরের সাত মিনিটের মধ্যেই দলটি পেয়ে যায় আরও দুই গোলের দেখা।  ৩৩তম মিনিটে দারুণ গোছালো আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে দলটি। বাঁ দিকে ডি-বক্সে একজনকে কাটিয়ে ডান পোস্টে দারুণ ক্রস বাড়ান বেনজেমা।

হেডে লা লিগায় নিজের প্রথম গোল করেন রাইট-ব্যাক ওদ্রিওসোলা। আর ৪০তম মিনিটে ডান দিক থেকে কাসেমিরোর ক্রস ফাঁকায় পেয়ে নিখুঁত হেডে স্কোরলাইন ৩-০ করেন বেনজেমা। আসরে ২১ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় দুইয়ে উঠলেন ফরাসি ফরোয়ার্ড। ২৩ গোল নিয়ে শীর্ষে লিওনেল মেসি।