কালভার্ট বন্ধ করে দেওয়ায় ঠাকুরগাঁওয়ে পানির স্রোতে ভেঙে গেল রাস্তা

215
কালভার্ট বন্ধ করে দেওয়ায় ঠাকুরগাঁওয়ে পানির স্রোতে ভেঙে গেল রাস্তা। ছবি-আলমগীর
সুপ্রভাত বগুড়া (আলমগীর হোসেন): গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হওয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জালালী মৌজায় পানির স্রোতে ভেঙ্গে যায় পাকা রাস্তা ।
এতে চলাচল করতে চরম অসুবিধায় পড়েছেন জালালী ও আরাজী মৌজার পাঁচ হাজার মানুষ। সরেজমিনে দেখা যায়, শুক্রবার (৩ জুলাই) সেখানে একটি কালভাট ছিল কিন্তু গত দুই বছর আগে মোজাম্মেল হক কালভাটের পিছনে ১২ শকত জমি ক্রয় করে বাড়ী নির্মান করে।
কালভাটটি বন্ধ করে দেওয়ায় গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে ওই এলাকায় বন্যার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি পাকা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে বিপরিত পাশের চলাচলের রাস্তাটি পানির স্রোতে ভেঙ্গে যায়।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এলাকার যাতায়াতের চরম ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা ও যাতায়াতের রাস্তাটি পুনঃনির্মাণে সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।