কাহালুতে সিসি টিভির সংযোগ দিতে গিয়ে বুড়িগঞ্জের বিদ্যুৎ মিস্ত্রি নিহত !

237
কাহালুতে সিসি টিভির সংযোগ দিতে গিয়ে বুড়িগঞ্জের বিদ্যুৎ মিস্ত্রি নিহত। ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট এলাকায় অটো রাইস মিলে সিসি টিভির সংযোগ দিতে গিয়ে সজল নামের এক বিদ্যুৎ মিস্ত্রি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, গত মঙ্গলবার (১৪জুলাই) সকাল ১১টায় নারহট্ট এলাকায় ‘ডিকে অটো রাইস’ মিলে সিসি টিভির সংযোগ দিতে গিয়ে অসাবধাণতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পরে।

চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়ার পথে মধ্যে তার মৃত্যু হয়। নিহত বিদ্যুৎ মিস্ত্রি শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের লিলু খন্দকারের পুত্র সজল খন্দকার (২৫) বলে জানা গেছে।