সুপ্রভাত বগুড়া (দৌলত জামান): বগুড়ার কাহালুর শীতলাইয়ে কিবরিয়া পেপার মিলে আটকে থাকা কাগজ বের করতে গিয়ে শ্রমিক মজিবর রহমান (৫৫) মারা গেছেন।
অসতর্কতায় কনভিয়ার বেল্টে হাত জড়িয়ে যায় তাঁর। আজ শনিবার দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাত ১১টার দিকে শীতলাইয়ে কিবরিয়া পেপার মিলে আটকে থাকা কাগজ বের করতে গিয়ে অসতর্কতায় কনভিয়ার বেল্টে হাত জড়িয়ে শ্রমিক মজিবর রহমান গুরুত্বর আহত হয়।
এসময় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরেই তিনি মারা যান। মজিবর কাহালু পৌর সদরের উলট্ট পূর্বপাড়ার ছিনার উদ্দিনের ছেলে।
এ বিষয়ে কাহালু থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, মিল বন্ধ না করে অসতর্কভাবে কাগজ বের করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইউডি মামলা হবে।