সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): আজ শনিবার ২৩ শে মে ২০২০ বগুড়া জেলার কাহালু তে, করোনায় কর্মহীনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাহালু উপজেলা জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির উদ্দ্যাগে বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির সভাপতি জনাব রাকিব উদ্দিন প্রাং সিজারের নিজ তহবিলে পবিত্র ঈদ কে সামনে রেখে অসহায় -গরিব ও নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন।
কাহালু উপজেলা জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির সভাপতি আলী আক্কাসের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – কাহালু পৌর সভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জাতীয় শ্রমিক লীগ যুব কমিটির সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানি সহ দলের অন্যান্য নেতা কর্মি উপস্থিত ছিলেন।