সুপ্রভাত বগুড়া (গাজী শাহ্ জালাল মিয়া মাদারীপুর): করোনা ভাইরাস সংক্রমণের মারা গেল এক শিক্ষক। মাদারিপুর সদর উপজেলার শ্রীনাথদী নিবাসী দূর্গাবর্দী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-
জনাব আনিচুর রহমান কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১ঃ৩০ ঘটিকায় (১৯/০৬/২০২০ ইং) ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তাহার মৃত্যু তে মাদারীপুর শিক্ষক সমিতির সকল শিক্ষক মন্ডলি গন গভীর ভাবে শ্রদ্ধা ও শোক আহত করেন।
এর পর তাহার দাফন কার্যক্রম শেষ করে, এবং পরে স্থানীয় লোকজন ঐ বাড়ির সকল এবং তাদের সাথে যারা মিশে ছিলো তাদের বাড়ি ও লকডাউন করে রাখেন।