সুপ্রভাত বগুড়া ডেস্ক: প্রাণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (০৬ মে, সকাল ৮টা) সর্বোচ্চ ৭৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন। আর আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মারা গেছে।
ফলে করোনায় মোট ১৮৬ জনের মৃত্যু হলো। নতুন করে কেউ সুস্থ হয়নি, মোট সুস্থ আছেন ১৪০৩ জন।
আজ বুধবার (০৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।