গত ২৪ ঘন্টায় হটস্পট বগুড়ায় নতুন করে করোনাক্রান্ত ১৩৬জন !

188
প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): সময় যত গড়াচ্ছে ততোই ভয়াবহ রুপ নিচ্ছে বগুড়ার করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। এরই মধ্যে বগুড়ার মোট আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি।

গতকাল ২২-০৬-২০২০ইং তারিখে ৮৮৭ নমুনার ফলাফলে ১৩৬জন নতুন করে করোনা শনাক্ত হয়েছেন। ( উল্লেখ্য, আজ ২৩জুনের ফলাফল আগামীকাল ২৪জুনে জানা যাবে)

আজ বগুড়ায় নতুন করে ১৩৬জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে পুরুষ-৮৫জন, নারী-৪৪জন, শিশু-৭জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যান হিসাবে – বগুড়া সদরে ৮৩জন, শাজাহানপুর ১৪জন, শিবগঞ্জ ১২জন, সারিয়াকান্দি ৪জন, সোনাতলা ২জন, শেরপুর ৮জন, কাহালু ৮জন, নন্দীগ্রাম ২জস, গাবতলী ২জন এবং ধুনট ১জন।

এদের মধ্যে ঢাকার ৫৪৮টি নমুনা পরীক্ষায় ৩৩জন পজিটিভ, শজিমেকের ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে ৩৮জন পজিটিভ, টিএমএসএস এ ১৫১ নমুনা পরীক্ষার ফলাফলে ৬৫জন করোনা পজিটিভ হয়েছেন।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ২৩৩০জন, মোট সুস্থ- ২৫০(নতুন ২), মোট মৃত্যু- ৩৬(নতুন ৩), এখন আছে- ২০৪৪। সূত্র- ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন, বগুড়া।