সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): নভেল করোনাভাইরাস (কভিড-১৯) টেস্টে নেগেটিভ বার্সেলোনার স্কোয়াড। তবে এখন থেকে আর মেডিক্যাল রিপোর্ট বাইরে জানানো হবে না বলে জানিয়েছে বার্সেলোনার কর্তৃপক্ষ।
তবে কেউ করোনা পজিটিভ হলে সেটা প্রকাশ না করার নির্দেশনা আছে স্পেনে। এরই মধ্যে একে একে অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্লাবগুলো।
১৩ মার্চের পর এই প্রথম অনুশীলনে ফিরলো বার্সেলোনা। শুক্রবার থেকে হুয়ান গ্যাম্পার ট্রেনিং গ্রাউন্ডে মেসি, পিকে ও গ্রিজম্যানরা অনুশীলন শুরু করেছেন। গাইডলাইন মেনেই প্রস্তুতি সেরেছেন সবাই।
পাঁচ সপ্তাহে ১১ ম্যাচের ধকল নিতে হবে লা লিগায়। যা কিনা বিশ্বকাপ ও তার প্রাক প্রস্তুতির মতই ব্যস্তসূচি। এ কারণে খেলোয়াড়দের ফিটনেস ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলানোর পরিকল্পনা সবচেয়ে জরুরি।
একই দিনে অনুশীলনে ফিরেছে সেভিয়া। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ওয়ার্ম আপেই বেশি সময় দিয়েছে লোপেতেগির দল। স্বাস্থ্য সুরক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ম্যানেজমেন্ট।