
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল-আযহার ৩য় দিনে গরীব, অসহায় ও বন্যার্তদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। মঈনুল হাসান খান নিখিলের আহবানে ও সাবেক ছাত্রলীগ নেতা, বগুড়া জেলা যুবলীগের অন্যতম নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান সিদ্দিকীর তত্বাবধানে-
সোমবার বেলা ২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ৬টি গ্রামের ৩’শতাধিক গরীব, অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ করেন প্রধান অতিথি জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
বিতরণকালে নেতৃবৃন্দ করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন নুরে আলম সিদ্দিকী, মোবাশ্বের হোসেন স্বরাজ, সবুজ, নছিম, রাব্বি, বকুল ও নয়ন সহ প্রমূখ।