চীনে তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৮ !!

198
চীনে তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৮ !! ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): চীনে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১৭ জন। শনিবার (১৩ জুন) চীনের একটি হাইওয়ের ওপর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় কাছে থাকা বাড়ি ও কারখানা ভেঙে গেছে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। একাধিক গাড়িতে আগুন ধরে যায় ওই বিস্ফোরণের জেরে।

চীনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গেছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা।

আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলো গিয়ে পড়ছে আশপাশে থাকা বাড়িঘরের ওপর। ঘটনার পরই শুরু হয় উদ্ধার কাজ। একাধিক হাইওয়ে বন্ধ রাখা হয়েছে।