সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল বগুড়া): চ্যানেল সিক্স এর সিইও এবং ভারতীয় সংবাদ গ্রুপ টাইমর্স অব ইন্ডিয়ার কন্ট্রিবিউটর তুহিন সারোয়ারের পিতা মরহুম ডাঃ গিয়াস উদ্দিনের কুলখানি উপলক্ষে কোরাআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১২ জুন শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাসভবনে কোরাআন খতম ও দোয়া মাহফিল
শেষে আত্নীয় স্বজন প্রতিবেশি ও দুস্থদের মাঝে খাবারের আয়োজন করা হয়।
এবং বগুড়া চ্যানেল সিক্স এর সকল প্রতিনিধি মরহুমের আত্নার মাকফেরাত কামনা করছি। স্টাফ রিপোর্টার আকাশ সরকার রাসেল,
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি অভিজিৎ বাপ্পি,সারারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সাদিক,ও শেরপুর উপজেলার প্রতিনিধি মারুফ হাসান। এবং মরহুমের প্রতি গভির শোক প্রকাশ করছি।