সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): আজ বুধবার দুপুরে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ছয় লাখ প্রবাসীকে নিয়ন্ত্রণে ব্যর্থতাই সংক্রমণ ছড়িয়েছে।
যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, কিছু মানুষের অবহেলায় ঝুঁকি বাড়ছে।
অভিযোগ করেন, করোনা সংকটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করে বলেন, মানুষকে বাঁচাতে কোনো কাজ করছে না সরকার।
তবে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকার করোনা মোকাবিলা করতে না পারলে মৃত্যুর হার আরও বেশি হতো।