জয়পুরহাটে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু!

195
জয়পুরহাটে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ, জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে অটোরিক্সার ধাক্কায় আব্দুল গফুর (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে ঘটেছে।

নিহত আব্দুল গফুর (৬৭) জয়পুরহাট সদর উপজেলার জামালপুর (ধুলাতর) গ্রামের যাদব পেয়াদারের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়,  রবিবার দুপুর আড়াইটার দিকে জামালগঞ্জ বাজারের জামালগঞ্জ-পাহাড়পুর সড়কের কাবিলের মোড়ে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে আসা একটি ব্যাটারী চালিত অটোরিক্সা বৃদ্ধ আব্দুল গফুর (৬৭) কে ধাক্কা দেয়।

তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে  নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। তিনি কাপড় কেনার উদ্দেশ্যে বাজারে এসেছিলেন বলে জানা গেছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় এখনো কেউ অভিযোগ বা মামলা করেনি।