সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ জয়পুরহাট,প্রতিনিধি): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোতয়ালীবাঘ এলাকা থেকে ১৫৭ বোতল ফেনসিডিলসহ আব্দুর রহমান রাকিব (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান রাকিব পাঁচবিবি উপজেলার কোতয়ালীবাঘ এলাকার রুহুল আলমের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার কোতয়ালীবাঘ এলাকায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।
এ সময় ১৫৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান রাকিবকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আব্দুর রহমান অনেকদিন থেকে মাদক পাচার করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা হয়েছে।