জাতিসংঘের সতর্ক বার্তা : বন্যপ্রাণী ধ্বংস অব্যাহত থাকলে আরো ভয়াবহ মহামারির আশঙ্কা !!

171
জাতিসংঘের সতর্ক বার্তা বন্যপ্রাণী ধ্বংস অব্যাহত থাকলে আরো ভয়াবহ মহামারির আশঙ্কা !!

সুপ্রভাত বগুড়া (প্রচ্ছদ): বন্যপ্রাণী ধ্বংস অব্যাহত থাকলে আরো মহামারি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বন্যপ্রাণী সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় পদক্ষেপ না নেয়া হলে এর প্রকোপ বাড়তেই থাকবে বলে শঙ্কা জানিয়েছে সংস্থাটি।

প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়া রোগ বাড়ছে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। মানুষ নির্বিচারে বন্যপ্রাণী খাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণেই বাড়ছে রোগব্যাধী। প্রাণী থেকে ছড়িয়ে পড়া রোগ অবহেলা করায় প্রতিবছর ২০ লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংস্থার পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রাণীসম্পদ গবেষণা ইন্সটিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণী থেকে স্বয়ংক্রিয়ভাবে মানুষের মধ্যে রোগ ছড়ায় না।

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যহীনতায় এসব রোগ ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে আরো বলা হয়েছে কভিড-১৯ সংকটের কারণে দুই বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে ৯ লাখ কোটি মার্কিন ডলারের ক্ষতি হতে পারে।