জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও খাবার বিতরণ

290
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বগুড়া দলীয় কার্যালয়ের জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি-হেলাল

সুপ্রভাত বগুড়া (আবু সাইধ হেলাল): মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সোমবার বগুড়া দলীয় কার্যালয়ের জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে তার মাগফিরাত করে দোয়া মাহ্ফিল ও রেল স্টেশনে ১ হাজার পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ন- আহ্বায়ক সরকার মুকুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন- আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান ,

স্বেচ্ছাসেবকদলের হোসেন আলী, সৌরভ হাসান শিবলু, আসিফ মাহমুদ, আব্দুল্লাহ্ আল মামুন, মাসুদ সরকার কনক, সুলতান আহম্মেদ তুহিন, এ্যাডঃ হাসিবুর রহমান হাসিব,শাকিল, ফয়সাল রহমান শুভ,

পারভেজ পশারী নাইস, সিহাব শাহরিয়ার রাসেল,রতন, আহাদ আলী ভোলো,সাঈদ সুলতান সজিব, সরকার সিফাত, সৌরভ, আহম্মেদ মুসা,সানজাদ, রিপন,পাপ্পু,বাবু, সুমন, মুক্তার, আইয়ুব, সিরাত সহ প্রমূখ।