জেলার অপরাধ দমনে ও  আইন শৃংখোনলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন–ওসী ডিবি

417
জেলার অপরাধ দমনে ও  আইন শৃংখোনলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা প্রয়োজন--ওসী ডিবি। ছবি-আকাশ

সুপ্রভাত বগুড়া (আকাশ সরকার রাসেল): বগুড়ার গয়েন্দা বিভাগের নবাগত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাককে মহাস্থান, নন্দিগ্রাম ও বগুড়ার কয়েকজন সাংবাদিকের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান।

ফুলেল শুভেচ্ছা প্রদান কালে উপস্থিত ছিলেন জাতীয় অন লাইন প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়ার নির্বাহী সদস্য, সাংবাদিক সাইদুর রহমান সাজু, দৈনিক সুপ্রভাত বগুড়া পত্রিকা ও চ্যানেল সিক্স এর স্টাফ রিপোর্টার আকাশ সরকার রাসেল, চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার আকাশ,

নন্দী গ্রাম ইউনাইটেড প্রেস ক্লাবের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, দৈনিক সুপ্রভাত বগুড়া পত্রিকার বগুড়া প্রতিনিধি বিপন সরকারের, দৈনিক মুক্ত জমিন পত্রিকার মহাস্থান প্রতিনিধি সাখাওয়াত হোসেন মুক্ত সকাল পত্রিকার শিবগঞ্জ উপজেলার বিশেষ প্রতিনিধি এস আই বাদশা, দৈনিক মুক্ত বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার রিপন মিয়া।

এসময় গয়েন্দা বিভাগের ওসী জেলার অপরাধ দমনে ও আইন শ্ংৃখোলার উন্নয়নে সত্য সংবাদ প্রকাশে এবং দেশের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।