জেলা আ’লীগের সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করায় ইমরান হোসেন রিবনকে ফুলেল শুভেচ্ছা

402
বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার উপদেষ্টা ইমরান হোসেন রিবন জেলা আওয়ামীলীগের সদস্য মনোনিত হওয়ায় সোমবার সকালে সংগঠনের নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ছবি-হেলাল

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার উপদেষ্টা ইমরান হোসেন রিবন জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে মনোনিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার সকালে শহরের জামিল শপিং কমপ্লেক্্র কার্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিরুল মমিন মুক্তার নেতৃত্বে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান বুলু, ময়দানহাটা কলেজের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম রাশেদ, বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সংগঠনের পাঠাগার সম্পাদক রাকিবুল হাসান মামুন,

প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (লাল মিয়া), রাফিউল হাফিজ রিস্তা, জাহাঙ্গীর হোসেন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।