জেলা-উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন প্রক্রিয়া

190
জেলা-উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন প্রক্রিয়া।

সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): অনেকে জানতে চেয়েছেন ‘ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ কিভাবে গঠিত হবে। নিম্মোক্ত প্রক্রিয়ায় কমিটিসমুহ গঠন করা হবে।

যেভাবে কমিটি গঠন করবেন: জেলা-উপজেলা পর্যায়ের কমিটিতে সাংবাদিক, আইনজীবি, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, এনজিও ব্যক্তিত্বদের নিয়ে গঠিত হবে।

তবে বাছাইয়ের ক্ষেত্রে সাংবাদিক বান্ধব ব্যক্তিদেরকে প্রাধান্য দিতে হবে। জেলা কমিটিতে স্থানীয় পত্রিকার সম্পাদকসহ সাংবাদিক ১১ জন, ২ জন আইনজীবি, ২জন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক নেতা ২ জন, ছাত্রনেতা ২ জন ও একজন এনজিও ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করতে হবে।

অনুরুপ প্রক্রিয়ায় উপজেলা কমিটিও গঠিত হবে। গঠিত কমিটি সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার কারন খতিয়ে দেখে অনুসন্ধানী প্রতিবেদন সংশ্লিষ্টদের নিকট জমা দিতে পারবেন।

কমিটিতে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক, পুলিশ সুপারকে উপদেষ্টা হিসেবে মনোনীত করতে হবে। জেলা পরিষদ চেয়ারম্যানকে সাংগঠনিক উপদেষ্টা হিসেবে মনোনীত করতে হবে।

উপজেলা পর্যায়ে সংসদ সদস্যকে প্রধান উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জকে উপদেষ্টা হিসেবে মনোনীত করতে হবে। উপজেলা চেয়ারম্যানকে সাংগঠনিক উপদেষ্টা হিসেবে মনোনীত করতে হবে।

কমিটি গঠনের আগে কেন্দ্রের সাথে পরামর্শক্রমে কমিটি কেন্দ্রে পাঠাতে হবে। বিস্তারিত জানতে ০১৭১২৩০৬৫০১ নাম্বারে যোগাযোগ করতে পারেন।