সুপ্রভাত বগুড়া (নিজস্ব প্রতিবেদক): বগুড়া জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ মাকছুদুর রহমান মা রাসেদা বেগম (৬২) আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বগুড়া কাহালু উপজেলার কাজিপুর ইউপির উলখার গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)।
যোহর নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শেখ মাকছুদুর রহমানের মাতার ইন্তেকালে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় সহ জেলা ছাত্রলীগ পরিবার।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।